1. fardinhasandipta21@gmail.com : নিউজ নরসিংদী : নিউজ নরসিংদী
  2. hrhafiz8859@gmail.com : HR Hafiz : HR Hafiz
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
অপহৃত কিশোরী মনোহরদীতে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার পলাশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ৩ জন গ্রেপ্তার এটিএম বুথের ভিতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার পলাশে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর, ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশ প্রেমিককে : মঈন খান শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশ প্রেমিককে : মঈন খান পলাশে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর, ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার নরসিংদীর পলাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ জন গুরুত্ব আহত বেশকয়েকজন

নরসিংদীতে ৩ আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন

  • আপডেট সময়: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৫ বার দেখেছে

ঢাকা-চট্রগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেস ডাউন এর যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে।

রোববার (০১ জুন) সকাল সাড়ে ৯ টায় নরসিংদী রেলস্টেশনে এসব ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।

ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের পরিচালক ও লোকোমাস্টারসহ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ট্রেন যাত্রীদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করে নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নতুন যাত্রাবিরতি করা ৩টি ট্রেনসহ এই স্টেশনে যাত্রাবিরতি করা অন্ত:নগর ট্রেনের সংখ্যা দাড়িয়েছে মোট ৮ টি।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো: আমজাদ জুয়েল জানান, নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে আন্তঃনগর মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত গ্রহণ করে রেল মন্ত্রণালয়। নতুন করে ৩ টি ট্রেনের যাত্রাবিরতিতে হাজারো ট্রেন যাত্রীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটসহ কৃষি ও শিল্পসমৃদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে এ জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে এ জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেয়ায় জেলাবাসী উপকৃত হবেন।

অনুষ্ঠানে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরুল ইসলাম, নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো: আমজাদ জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ট্রেনগুলোর মধ্যে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি (৭০৪) সকাল ৮টা ৫১ মিনিটে, ঢাকাগামী মহানগর গোধূলি (৭০৩) রাত ৭টা ৩৬ মিনিটে ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস ভোর ৪টা ৩৪ মিনিটে নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো
© All rights reserved © 2025 NewsNarsingdi.com
Theme Customized By BreakingNews