1. fardinhasandipta21@gmail.com : নিউজ নরসিংদী : নিউজ নরসিংদী
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

  • আপডেট সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮ বার দেখেছে

গাজীপুরের জয়দেবপুর থানার মোগর খাল এলাকার একটি বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—সীমা আক্তার (৩০), তাসলিমা (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (দেড় বছর), শেফালী বেগম (৪০) ও তার মেয়ে তানজিলা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুর থেকে শিশু ও নারীসহ মোট পাঁচজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। ৩০ বছর বয়সী তাসলিমা ৯৫ শতাংশ দ্বগ্ধ। ২ জন ৯০ শতাংশ দ্বগ্ধ। একজন ৩২ শতাংশ দ্বগ্ধ, অন্য একজন ২৮ শতাংশ।

দগ্ধদের স্বজনরা জানান, সন্ধ্যার দিকে পাশের বাড়িতে রান্নার কাজ চলছিল। পারভিন আক্তার সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে আসা হয় ঢাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো
© All rights reserved © 2025 NewsNarsingdi.com
Theme Customized By BreakingNews