নরসিংদী, পলাশ | ২৫ এপ্রিল ২০২৫:
নরসিংদী জেলার সংবাদ জগতকে নতুন আলোয় আলোকিত করতে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দৈনিক “নিউজ নরসিংদি”। সত্য, সাহস ও স্বচ্ছতার অঙ্গীকার নিয়ে পত্রিকাটি পথচলা শুরু করলো পলাশ উপজেলার প্রাণকেন্দ্র পলাশ উপজেলা গেট এলাকা থেকে।
নিউজ নরসিংদির সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ সাংবাদিক এমডি ফারদিন হাসান দীপ্ত। উদ্বোধনী দিনে পত্রিকার বার্তা ও সম্পাদকীয় বিভাগ থেকে জানানো হয়, ‘‘এ পত্রিকা হবে নরসিংদীসহ বাংলাদেশের প্রতিটি প্রান্তের সাধারণ মানুষের কথা বলার একটি নির্ভরযোগ্য মাধ্যম।’’
পত্রিকাটির মূল লক্ষ্য থাকবে স্থানীয় সংবাদ, উন্নয়ন, দুর্নীতি, নাগরিক সমস্যা এবং সম্ভাবনাময় উদ্যোগগুলোর দৃষ্টিভঙ্গি তুলে ধরা।
সম্পাদকীয় বিভাগ ও যোগাযোগ:
📍 পলাশ উপজেলা গেট, পলাশ, নরসিংদী
📞 ফোন: +৮৮ ০১৭৩৫২৩৭১৯০
নরসিংদী জেলার গণমাধ্যমে নতুন মাত্রা যোগ করে, “নিউজ নরসিংদি” ইতিমধ্যেই পাঠকমহলে কৌতূহল সৃষ্টি করেছে।
নিউজ নরসিংদি—নতুন দৃষ্টিতে, নতুন চিন্তায়।
Leave a Reply