বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
ড. মঈন খান এক শোকবার্তায় বলেন, জননেতা মোস্তফা মহসিন মন্টু আপাদমস্তক একজন সাচ্চা দেশপ্রেমিক। গণতন্ত্রকামী, আজীবন সংগ্রামী ও গণমানুষের নেতা হিসেবে তিনি ছিলেন একজন সফল রাজনীবিদ এবং ব্যক্তিত্বসম্পন্ন একজন সফল মানুষ। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করেছেম আপন মহিমায়। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশপ্রেমিককে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: +৮৮ ০১৭৩৫২৩৭১৯০,
পলাশ উপজেলা গেট, পলাশ, নরসিংদী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত