সুনামগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে র্যাব-১১। অভিযানে মূল অভিযুক্ত বাহাদুর ইসলামকে (২২) নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৩ জুন সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার ওই কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে বাহাদুর ও তার সহযোগী ইসলাম (১৯)।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় সোমবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-১১-এর একটি দল মনোহরদীর হাতিরদিয়া বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও বাহাদুরকে গ্রেপ্তার করে।
র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা সাংবাদিকদের জানান, অভিযুক্ত ও ভিকটিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: +৮৮ ০১৭৩৫২৩৭১৯০,
পলাশ উপজেলা গেট, পলাশ, নরসিংদী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত