নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরুকে আটক করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি ভূইঁয়ার বাজার থেকে আটক করে এলাকার জনগণ। সাইফুল ইসলাম খান বীরু মনোহরদী উপজেলা পরিষদের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের উপদেষ্টা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুল কান্দি ভূঁইয়া বাজারে কুরবানির গরু কিনতে যায়। এসময় স্থানীয় জনগণ তাকে ঘিরে ফেলে এবং মনোহরদী থানায় খবর দেয়। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনগনের কাছ থেকে মনোহরদী থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান , জনগণ কর্তৃক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রকৃয়াধীন আছে।
উল্লেখ্য, সাইফুল ইসলাম খান বীরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেন। সে সময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। এদিকে সাইফুল ইসলাম খান বীরুকে আটকের খবর দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ থানার সামনে বিক্ষোভ মিছিল করে।
Leave a Reply