1. fardinhasandipta21@gmail.com : নিউজ নরসিংদী : নিউজ নরসিংদী
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ উপদেষ্টা আসিফের

  • আপডেট সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার দেখেছে

নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে উল্লেখ করেন, সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছি। গুঞ্জন, গুজব নাকি সত্য তা দুদকের অনুসন্ধানেই বের হয়ে আসবে। অনেকগুলো ইনফরমেশন ভুল ভাবে গিয়েছে ইতিমধ্যে। পদত্যাগকে অপসারণ হিসেবে ছড়ানো হয়েছে। কোন অনুসন্ধানী তথ্য, ব্যক্তিসাক্ষ্য ছাড়াই অনুমান নির্ভর মিডিয়া ট্রায়াল করা হয়েছে।

তিনি বলেন, এই নিউজ করা হাউজ গুলোর কয়েকটায় যোগাযোগ করে জানা গেছে এই লেখাটাও বাইরে থেকে ছাপিয়ে দেয়া হয়েছে এবং হুবহু নিউজ করতে চাপ দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ফ্যাক্টের ভিত্তিতে কথা হলে সমস্যা ছিল না। অনেকগুলো তথ্য-উপাত্তহীন মনগড়া কথা বারবার বলে স্টাবলিশ করার চেষ্টাটা দৃষ্টিকটু লেগেছে। দুদকের অনুসন্ধানে সত্য বের হয়ে আসুক এটাই প্রত্যাশা করেন তিনি।

এর আগে, গত ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো
© All rights reserved © 2025 NewsNarsingdi.com
Theme Customized By BreakingNews